ঘরে বসে বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম-২০২৩
বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম খুবই সাধারণ। আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার কাছে বিকাশ নেই। এখনকার দিনে ঘরে বসেই বিকাশ এ্যাকাউন্ট খোলা সম্ভব।যার জন্য প্রয়োজন শুধুমাত্র স্মার্টফোন এবং NID Card। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন নিয়ম যা সম্পর্কে আমরা পরবর্তীতে জানাবো। অনেকেই আছেন যারা বিকাশ এ্যাকাউন্ট খুলতে পারেন না ফলে লেনদেন করতে অনেক কষ্ট হয়।
আপনিও কি বিকাশ এ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন।তা হলে আজকের এই লেখাটি আপনারই জন্য।
বিকাশ কী?
বিকাশ হলো বাংলাদেশের মোবাইল-ব্যাংকিং সেবাগুলোর মধ্যে অন্যতম। বিকাশ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল-ব্যাংকিং সেবা।ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট এর পরেই যাত্রা শুরু করে বিকাশ। কিছুদিনের মধ্যেই বিভিন্ন সুবিধা এবং দেশের যেকোনো স্থানে পর্যাপ্ত এজেন্ট পয়েন্ট থাকায় এটি জনপ্রিয় হয়ে ওঠে।
বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৩
* একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্র
১.জাতীয় পরিচয়পত্র
২.স্মার্টফোন
একাউন্ট খোলার নিয়ম
১.সর্বপ্রথম আপনাকে প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে বিকাশের অফিসিয়াল অ্যাপস ইন্সটল করতে হবে।
২.এবার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
৩.তারপর লগ ইন/রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।
৪.আপনি যেই নাম্বার এ বিকাশ এ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি লিখুন।
৫.তারপর মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
৬.আপনার মোবাইলে ৬ ডিজিটের ওটিপি আসবে তা যথাযথভাবে সাবমিট করুন।
৭.এরপর বিকাশের নিয়ম ও শর্তাবলী দেখে সম্মতি দিয়ে এগিয়ে যান।
৮.আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের ছবি তুলুন।
৯.আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য ঠিকাছে কিনা মিলিয়ে নিন।
১০.এবার আপনার নিজের সেলফি তুলে সাবমিট করুন। ছবি তোলার সময় ডানে বামে তাকাবেন এবং চোখের পাতা ফেলবেন।
১১.সকল তথ্য যাচাই করে সাবমিট করুন।
১২.কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করুন। এসএমএস ফেলে লগ ইন করুন।
পাসওয়ার্ড সেট করার নিয়ম
১.কনফার্মেশন এসএমএস ফেলে অ্যাপ ওপেন করে নাম্বার দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান।
২.এরপর মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
৩.আপনার মোবাইলে আসা ৬ ডিজিটের ওটিপি সাবমিট করুন।
৪.এবার আপনার পছন্দ মত ৫ ডিজিটের গোপন পিন নাম্বার দিন।
৫. গোপন পিনটি আবার লিখে কনফার্ম করুন।
অভিনন্দন! হয়ে গেল আপনার বিকাশ এ্যাকাউন্ট খোলা।
Thank you
ReplyDelete