Search This Blog
Discover a dynamic fusion of technology and financial know-how at 'shmtechnology.blogspot.com.' This versatile blogger not only explores the latest tech trends but also offers valuable insights into different account opening methods, whether it's online banking, investment platforms, or digital wallets. Stay ahead of the curve with their comprehensive guides and stay informed about both the digital realm and your financial options.
Featured
- Get link
- X
- Other Apps
রুপসী বাংলা কলেজ
রুপসী বাংলা কলেজ কুমিল্লা জেলার এক সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লার বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ গুলোর মধ্যে এটি অন্যতম।গত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল এর জন্য এই কলেজটি কুমিল্লার সেরা দশ কলেজে স্থান লাভ করেছে।
পরিচিত
রুপসী বাংলা কলেজটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।এই কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা।এই কলেজে রয়েছে ৩টি বিভাগ। বিভাগগুলো হলো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। তিনটি বিভাগ মিলিয়ে এই কলেজে ১০০০ জন শিক্ষার্থীর শিক্ষার ব্যবস্থা রয়েছে।
অবকাঠামো
বর্তমানে এই কলেজে রয়েছে একটি ভবন।এই ভবনটিতে রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরী ও একটি আইসিটি ল্যাব। এছাড়াও শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ২টি হোস্টেল।
শিক্ষক ও কর্মচারীবৃন্দ
এই কলেজে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩১ টি শিক্ষক।যারা নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে ৪ জন কর্মকর্তা এবং ৫ কর্মচারী।
ভর্তি হওয়ার যোগ্যতা
এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা নিম্নরূপ:
১.বিজ্ঞান শাখা - জিপিএ ৩.৫
২.মানবিক শাখা - জিপিএ ২
৩.ব্যবসায় শিক্ষা শাখা - জিপিএ ২
Popular Posts
ঘরে বসে বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম-২০২৩
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment